Friday, 26 February 2016

How to install jdk (Java Development Kit) on Windows with video tutorial




Java Development Kit (JDK) which is needed for writing java programs. It is freely available on Sun Microsystems (Now part of Oracle). JDK can be downloaded from http://java.sun.com

"JDK" or "JRE" ?


JRE (Java Runtime) is needed for running Java programs. JDK (Java Development Kit), which includes JRE plus the development tools (such as compiler and debugger), is need for writing as well as running Java programs. Since you are supposed to write Java Programs, you should install JDK, which includes JRE.

To Download JDK,

Click the link ( http://java.sun.com ) .
The click on Downloads.
download
Then Click on Java SE.
java se
Then a new page will appear. Here you will click on Java Download Image.
java
Then, again a new page will appear. Click on Accept License Agreement
Capture11
And then click on the download link of java for your operating system. If, you are a Windows user, Then you should choose Windows x64 or windows x86. If you don’t know which one to choose, Then goto Desktop > Right Click Mouse on My Computer > Properties And you will see the basic information of your PC.
Platform
Look at the System type and see your Operating System's Bit. If, you have x64 bit operating system then click on x64 bit operating system download link.  x86 is for windows 32bit operating system.
Capture10
After being downloaded, Install it. Now, JDK is successfully installed on your pc. But you have to create an environment or you won’t be able to write your java program and run it.
To create an environment, Goto Desktop > Right Click Mouse on My Computer > Properties> Advanced System Settings > Environment Variables > New.
Capture3
Capture4

Capturee
Then Write Exactly What I write on the Variable Name. Variable name : Path.
Capture5
Variable Value Will be the directory of your installed jdk folder’s bin’s Location. To know it, Goto C Drive> Program file > java (should be created after installing jdk) . Here you will find a folder called jdk1.8.0_.... .
Double Click on it.
Capture7
Double Click on bin .
bin
& copy the Location of bin.
Capture1
Paste it on Variable Value. Then Click ok. Now You are fully Set to write a java program and run it on your pc.
To check whether java is successfully installed or not, Open cmd. Then write javac. Press Enter.
Capture8
Then cmd should display something like the picture below. If, Your cmd does the same thing, then you are done.
Capture9


Watch Bangla Tutorial





কিভাবে Windows PC তে JDK Install করবেন?




Java Development Kit (JDK)  java programs লেখার জন্য প্রয়োজন।  এটা ফ্রিতে Sun Microsystems এ পাওয়া যায় (Now part of Oracle)। JDK এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে http://java.sun.com

"JDK" নাকি "JRE" ?

JRE (Java Runtime)  Java programs রান করার জন্য প্রয়োজন। JDK (Java Development Kit), এটার ভেতর  JRE +  development tools (যেমন compiler এবং debugger), ইঙ্কলুড করা থাকে। যা Java programs লেখা এবং রান করার জন্য দরকার পরে ।  আপনি যদি জাভা প্রোগ্রাম লিখতে চান তাহলে আপনার JDK install করা উচিত।

 JDK ডাউনলোড করার জন্য,

এই লিঙ্ক-এ Click করুন ( http://java.sun.com ) .
তারপর Downloads এ ক্লিক করুন.
download
তারপর Java SE তে ক্লিক করুণ
java se
এর পর একটি নতুন পেইজ আসবে। এখানে  Java Download ছবিটির উপর ক্লিক করুণ।
java
আবার একটি নতুন পেইজ আসবে। এখানে Accept License Agreement এর উপর ক্লিক করুণ। (নিচের ছবিতে যেভাবে দেখানো আছে)

Capture11
তারপর আপনার operating system এর জন্য Download link এর উপর ক্লিক করুণ। আপনি যদি windows user হন, তাহলে windows x86 অথবা windows x64 এ ক্লিক করবেন। আপনি যদি না জানেন যে কোনটা ডাউনলোড করতে হবে, তাহলে Desktop এ যান। তারপর My Computer এর উপর মাউস এর right button ক্লিক করুণ । তারপর Properties ক্লিক করুণ। আপনি আপনার PC এর  basic information দেখতে পাবেন।
Platform
System type টা খেয়াল করুণ এবং আপনার  Operating System কত Bit এর তা লক্ষ্য করুণ। যদি আপনার x64 bit operating system হয় তাহলে  x64 bit operating system download link  এ ক্লিক করবেন। x86 হচ্ছে windows 32bit operating system এর জন্য।
Capture10
ডাউনলোড হবার পরে এটি Install করুণ। এখন আপনার PC তে JDk Successfully ইন্সটল হয়ে গেছে। কিন্তু এখনো আপনাকে জাভা প্রোগ্রাম করার জন্য একটি ENVIRONMENT create করতে হবে। তা না হলে আপনি জাভা প্রোগ্রাম লিখতে পারবেন না।
environment create করার জন্য,  Desktop এ যান > My Computer এ মাউস এর Right Button ক্লিক করুণ > Properties> Advanced System Settings > Environment Variables > New.
Capture3
Capture4

Capturee
তারপর Variable name টি আমি যেভাবে লিখছি সেইভাবে লিখুন।  Variable name : Path.
Capture5
Variable Value হবে আপনার install করা  jdk folder এর bin এর Location directory । এটি যানতে,   যান C Drive> Program file > java (jdk install করার পরে এই ফোল্ডার টি তৈরী হয়ে যাওয়ার কথা) . এখানে আপনি এই নামে একটি ফোল্ডার পাবেন jdk1.8.0_.... . (নিচের হলুদ কালি দিয়ে হাইলাইট করা ফোল্ডারটির মতো)

Capture7
এটাতে double click করুণ তারপর bin এর উপর double ক্লিক করুণ
bin

 এবং bin এর লোকেশন কপি করুণ।

bin location

এবার কপি করা লোকেশন টি  Variable Value তে paste করুণ। তারপর ok ক্লিক করুণ। এখন আপনি জাভা প্রোগ্রাম লেখা এবং run করানোর জন্য পুরপুরি আপনার pc কে প্রস্তুত করে ফেলেছেন।
আপনি যদি check করতে চান যে jdk ঠিক মতো install হয়েছে কিনা তাহলে,  cmd open করুণ এবং টাইপ করুণ javac  তারপর Enter Press করুণ।
Capture8
cmd কে নিচের ছবির মতো কিছু লেখা display করার কথা। যদি আপনার cmd  নিচের ছবির মতো লেখা গুলো দেখায় তাহলে আপনি নিশ্চিত হলেন যে jdk install হয়েছে।
Capture9

Meal Calculating Software Mabe By Me


 

Download Meal Calculator

Download Meal Calculator



বাংলাদেশের বেশীরভাগ ছাত্ররা কয়েকজন বন্ধুরা মিলে বাসা ভাড়া করে, এবং মাচ এর মত সেই বাসায় থেকে পড়াশুনা করে। আমিও তেমনি । কিন্তু মাসের শেষের দিকে সবাই একসাথে বসে একটা হিসাব করে। সেটা হচ্ছে MEAL এর হিসাব। কে এই মাসে কত টাকার বাজার করেছে, কে কতটা MEAL খেয়েছে, এবং কে কত টাকা ফেরত পাবে বা দিবে তার হিসেব। আমার বাসায়ও প্রতি মাসের শেষে এই হিসাব হয়। তো এই হিসাব টা আমরা হাতে কলমেই করতাম।কিন্তু চিন্তা করালাম, প্রগ্রামিং যখন শিখেছি কিছুটা, তাহলে একটা প্রোগ্রাম লিখেই ফেলি। প্রতি মাসের শেষে আর কষ্ট করে তাহলে হাতে কলমে হিসেব করতে হবে না। কম্পিউটারেই সহজে করা যাবে। আর জিনিষটাও অনেক Interesting হবে। আপনারা চাইলে এই software টি ব্যাবহার করতে পারেন।

ব্যাবহার করার নিয়ম :

প্রথমেই একটি sheet বানিয়ে নিন যাতে লেখা হবে কে কত টাকার বাজার করেছে আর কে কত টা MEAL খাচ্ছে।


যেমন ধরুন উপরে sheet টা। এটা আমার ম্যাচ এর sheet. আমার ম্যাচ-এ ৭ জন মানুষ আছে। আমি ৮ টা কলাম বানালাম ।প্রথম কলামে মাসের তারিখ গুলো এবং পরের ৭ টা কলামে ৭ জনের নাম। এখন ৩০ টা row বানালাম। যেখানে মাসের কোন তারিখে কে কতটি MEAL খাচ্ছে তা লেখা হবে। ধরুন, আমার জন্য ১ তারিখ সকাল বেলা এবং দুপুরবেলা রান্না হয়েছে। তাহলে আমার ১ তারিখ ২ টা MEAL count  হবে। এই জন্য আমার নামের নিচে ১ তারিখে ২ লেখা হয়েছে। আবার Rakin Haider -এরও ২ টা MEAL count হয়েছে। তাই ওর নামের নিচেও ২ লেখা হয়েছে। এভাবে পুরো মাসের ৩০/৩১ তারিখ পর্যন্ত হিসেব করা হয়। আর কে কত টাকার বাজার করেছে তাও একটা কাগজে আলাদা করে লেখা হয়।


মাসের শেষে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মোট কতটা MEAL এসেছে সেটা লেখা হয়। ধরুন আমার মোট MEAL এসেছে ৬১ টা। এখন  সময় এসেছে MealCalculator software টি ব্যাবহার করার।
আপনার download করা MealCalculator.jar তে দুইবার ক্লিক করুন।

Capture1.PNG
এখন আপনি দেখতে পাবেন, আপনার কাছে আপনার আপনার ম্যাচ-এ কতজন member আছে তা জানতে চাওয়া হয়েছে। আপনার ম্যাচ এর মেম্বার সংখ্যা লিখুন এবং OK click  করুন। (Sample হিসেবে ৭ জন member দেখান হয়েছে।)
Capture2.PNG
তারপর আপানার কাছে প্রথম member এর নাম চাওয়া হবে। নাম লিখুন এবং OK Click করুন। (Sample হিসেবে Badiuzzaman Pranto দেখান হয়েছে।)



তারপরে এই member ঐ মাসে কত টাকার বাজার করেছিল সেটা চাওয়া হবে। (মনে করুন Badiuzzaman Pranto 1980 টাকার বাজার করেছে)
Capture4.PNG
তারপরে এই member কতটা MEAL খেয়েছে সেটা চাওয়া হবে। (ধরুন Badiuzzaman Pranto ৬১ টি MEAL খেয়েছে।)
Capture5.PNG

এর পরে আপনার কাছে আবার একই ভবে  সবগুলো member এর information চাওয়া হবে। আপনি একই ভাবে সব মেম্বার এর জন্য তাদের Information গুলো দিবেন এবং OK click করবেন।

সবগুলো member এর জন্য Input নেয়ার পরে আপনি Output দেখা শুরু করবেন। এখানে যেহেতু Sample হিসেবে ৭ জন member কে দেখান হয়েছে, সুতরাং ৭ জন মেম্বার এর জন্য Input নেয়ার পরে Output দেখান শুরু হবে।

Output-এ প্রথমে আসবে MEAL রেট কত করে এসেছে। মানে এক বেলার খাবার কত টাকা করে পরেছে।

Capture10

তারপরে OK click পরে আসবে প্রথম মেম্বার এর জন্য Information. মানে প্রথম মেম্বার কত টাকার বাজার করেছিল, কত টাকার খাবার খেয়েছে এবং কত টাকা পাবে/দিবে।
(বি.দ্র: টাকা লেন-দেন এর সুবিধার জন্য ভগ্নাংশ গুলকে সবথেকে কাছের পূর্ণ সংখায় রুপান্তর করা হয়েছে। যেমন: ধরুন, Meal Rate এসেছে ৩১.৪৫ টাকা। এটাকে ৩১.০ টাকা হিসেবে দেখান হবে। আবার যদি ৩১.৬৫ টাকা আসে তাহলে ৩২.০ টাকা দেখান হবে।)

Capture11
Capture12.PNG