Download Meal Calculator
Download Meal Calculator
বাংলাদেশের বেশীরভাগ ছাত্ররা কয়েকজন বন্ধুরা মিলে বাসা ভাড়া করে, এবং মাচ এর মত সেই বাসায় থেকে পড়াশুনা করে। আমিও তেমনি । কিন্তু মাসের শেষের দিকে সবাই একসাথে বসে একটা হিসাব করে। সেটা হচ্ছে MEAL এর হিসাব। কে এই মাসে কত টাকার বাজার করেছে, কে কতটা MEAL খেয়েছে, এবং কে কত টাকা ফেরত পাবে বা দিবে তার হিসেব। আমার বাসায়ও প্রতি মাসের শেষে এই হিসাব হয়। তো এই হিসাব টা আমরা হাতে কলমেই করতাম।কিন্তু চিন্তা করালাম, প্রগ্রামিং যখন শিখেছি কিছুটা, তাহলে একটা প্রোগ্রাম লিখেই ফেলি। প্রতি মাসের শেষে আর কষ্ট করে তাহলে হাতে কলমে হিসেব করতে হবে না। কম্পিউটারেই সহজে করা যাবে। আর জিনিষটাও অনেক Interesting হবে। আপনারা চাইলে এই software টি ব্যাবহার করতে পারেন।
ব্যাবহার করার নিয়ম :
প্রথমেই একটি sheet বানিয়ে নিন যাতে লেখা হবে কে কত টাকার বাজার করেছে আর কে কত টা MEAL খাচ্ছে।যেমন ধরুন উপরে sheet টা। এটা আমার ম্যাচ এর sheet. আমার ম্যাচ-এ ৭ জন মানুষ আছে। আমি ৮ টা কলাম বানালাম ।প্রথম কলামে মাসের তারিখ গুলো এবং পরের ৭ টা কলামে ৭ জনের নাম। এখন ৩০ টা row বানালাম। যেখানে মাসের কোন তারিখে কে কতটি MEAL খাচ্ছে তা লেখা হবে। ধরুন, আমার জন্য ১ তারিখ সকাল বেলা এবং দুপুরবেলা রান্না হয়েছে। তাহলে আমার ১ তারিখ ২ টা MEAL count হবে। এই জন্য আমার নামের নিচে ১ তারিখে ২ লেখা হয়েছে। আবার Rakin Haider -এরও ২ টা MEAL count হয়েছে। তাই ওর নামের নিচেও ২ লেখা হয়েছে। এভাবে পুরো মাসের ৩০/৩১ তারিখ পর্যন্ত হিসেব করা হয়। আর কে কত টাকার বাজার করেছে তাও একটা কাগজে আলাদা করে লেখা হয়।
আপনার download করা MealCalculator.jar তে দুইবার ক্লিক করুন।
এখন আপনি দেখতে পাবেন, আপনার কাছে আপনার আপনার ম্যাচ-এ কতজন member আছে তা জানতে চাওয়া হয়েছে। আপনার ম্যাচ এর মেম্বার সংখ্যা লিখুন এবং OK click করুন। (Sample হিসেবে ৭ জন member দেখান হয়েছে।)
তারপর আপানার কাছে প্রথম member এর নাম চাওয়া হবে। নাম লিখুন এবং OK Click করুন। (Sample হিসেবে Badiuzzaman Pranto দেখান হয়েছে।)
তারপরে এই member ঐ মাসে কত টাকার বাজার করেছিল সেটা চাওয়া হবে। (মনে করুন Badiuzzaman Pranto 1980 টাকার বাজার করেছে)
তারপরে এই member কতটা MEAL খেয়েছে সেটা চাওয়া হবে। (ধরুন Badiuzzaman Pranto ৬১ টি MEAL খেয়েছে।)
এর পরে আপনার কাছে আবার একই ভবে সবগুলো member এর information চাওয়া হবে। আপনি একই ভাবে সব মেম্বার এর জন্য তাদের Information গুলো দিবেন এবং OK click করবেন।
সবগুলো member এর জন্য Input নেয়ার পরে আপনি Output দেখা শুরু করবেন। এখানে যেহেতু Sample হিসেবে ৭ জন member কে দেখান হয়েছে, সুতরাং ৭ জন মেম্বার এর জন্য Input নেয়ার পরে Output দেখান শুরু হবে।
Output-এ প্রথমে আসবে MEAL রেট কত করে এসেছে। মানে এক বেলার খাবার কত টাকা করে পরেছে।
তারপরে OK click পরে আসবে প্রথম মেম্বার এর জন্য Information. মানে প্রথম মেম্বার কত টাকার বাজার করেছিল, কত টাকার খাবার খেয়েছে এবং কত টাকা পাবে/দিবে।
(বি.দ্র: টাকা লেন-দেন এর সুবিধার জন্য ভগ্নাংশ গুলকে সবথেকে কাছের পূর্ণ সংখায় রুপান্তর করা হয়েছে। যেমন: ধরুন, Meal Rate এসেছে ৩১.৪৫ টাকা। এটাকে ৩১.০ টাকা হিসেবে দেখান হবে। আবার যদি ৩১.৬৫ টাকা আসে তাহলে ৩২.০ টাকা দেখান হবে।)
No comments:
Post a Comment